Inhouse product
Empowerment বা ক্ষমতায়ন শব্দটি এসময়ের বহুল শ্রুত একটি শব্দ। সমাজের অনগ্রসর মূলধারার সাথে একীভূত করতে অথবা যোগ্যতার সমতা সৃষ্টি করতে ক্ষমতায়ন শব্দটি প্রয়োগ করা হয়। আত্মিক ও শারীরিক অর্জনের পন্থা হিসেবে একজন মুসলিমের নিকট সিয়াম সাধনা তার ক্ষমতায়নের জন্য অতীব প্রাসঙ্গিক। রোজা পালন শধুমাত্র সর্বশেষ নবীর উম্মতের জন্য বাধ্যতামূলক নয় বরং পূর্ববর্তী নবীদের উম্মতের জন্যেও গুরুত্বপূর্ণ ছিল (আল বাকারাহ : আয়াত ১৮৩)