Inhouse product
গ্রন্থটি একটি এটলাস গ্রন্থ। গ্রন্থটি মানচিত্র, চার্ট (chart), চিত্র ও রেখাচিত্রের একটি সমষ্টি। এগুলোর মাধ্যমে কুরআনে বর্ণিত স্থান, জনপদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়েছে। চার্ট, মানচিত্র, রেখাচিত্র (Illustration) বা ছবির সাথে আমি অতটুকুই ব্যাখ্যা দিয়েছি যার মাধ্যমে এগুলো সহজে বুঝা যায় এবং সহজে বুঝার জন্য এই ব্যাখ্যাগুলোর প্রয়োজনও আছে। এই এটলাস যাতে মানুষের আরো বেশী উপকারে আসতে পারে সে জন্য এটলাসে আমি সারণীও (tables) যুক্ত করেছি যাতে কুরআনে প্রতিটি বিষয় কতবার আলোচিত হয়েছে তা পাঠকেরা বুঝতে পারে। এছাড়া এইসব মানচিত্র ও চিত্রের সাথে সংশ্লিষ্ট স্থানে কুরআনের আয়াতও জুড়ে দিয়েছি।
বেশীর ভাগ মানচিত্রে যেখানে মহাসাগর ও নগরীর উল্লেখ আছে সেগুলোকে মানুষ যাতে সহজে বুঝতে পারে সে জন্য আমি ঐ মহাসাগর ও নগরীর বর্তমান নামই ব্যবহার করেছি। এর মাধ্যমে আসলেই ঐ স্থানগুলো কোথায় মানুষ তা বুঝতে পারবে।
শতশত বৎসর পূর্বে যে নামে মানুষ চিনতো ঐ নামই ঐতিহাসিক স্থানগুলোর নাম দিয়েছি। এর জন্য আমি “The Arab and the Islamic History Atlas” এর ন্যায় গ্রন্থের উপর বেশী নির্ভর করেছি। আমার এটলাস গ্রন্থে আমি ৫০০০ বৎসর পূর্বের আরব উপদ্বীপের একটি মানচিত্র সংযোজন করেছি যাতে পাঠক বর্তমান সময়ের নগর আর সীমান্তের সাথে তুলনা করতে পারে। মাঝে মাঝে আমি আমার পাঠকদেরকে পূর্বোক্ত কোন মানচিত্রের কথা মনে করিয়ে দিয়েছি যেখানে একই রকম মানচিত্র কোন প্রাসঙ্গিক স্থানে পুনরায় অঙ্কন করাকে আমি নিষ্প্রয়োজন মনে করেছি।
কুরআন জুড়ে আল্লাহ্ তাআলা পূর্ববর্তী বহু জাতির ঘটনা বলেছেন। এগুলো নেহায়েত গল্প নয়, যা পাঠকের মনে শুধু বিস্ময় তৈরি করবে। তা হলে এগুলো কেন বলেছেন? আল্লাহ্ বলেন, 'তবে তারা কি জমিন ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতি-শক্তিসম্পন্ন কর্ণের অধিকারী হতে পারতো।' [সূরা হাজ্জ, ২২: ৪৬]
. শায়খ আব্দুর রহমান আশ-শাদী রহ. বলেন, 'এখানে আল্লাহ্ তাআলা বান্দাদেরকে দুনিয়া ভ্রমণ করতে বলেছেন, যেন তারা দেখে এবং শিক্ষাগ্রহণ করে। সেই সাথে তাদের অন্তর আল্লাহর নিদর্শনের সাক্ষী হতে পারে এবং ফলাফল নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। স্রেফ চোখে দেখা এবং কানে শোনার জন্য ভ্রমণ করতে বলেননি, বরং যে ভ্রমণে চিন্তাভাবনা এবং শিক্ষাগ্রহণের উদ্দেশ্য থাকে না, সেই ভ্রমণে কোনো উপকার নেই। এ দ্বারা আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয় না।' [তাফসীর কারীমির রহমান]
. ইন্টারনেটের এই যুগে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় এলেও কুরআনে বর্ণিত পূর্ববর্তী জাতির স্থানগুলো খুঁজে বের করা আমাদের জন্য দুরূহ কাজ। তাই মুসলিম ভিলেজ নিয়ে এসেছে কুরআনীয় মানচিত্রের এক অসাধারণ সংকলন। এতে কুরআনে বর্ণিত স্থান, জনপদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়েছে। চার্ট, মানচিত্র, রেখাচিত্র (Illustration) বা ছবির সাথে ব্যাখ্যাও জুড়ে দেয়া হয়েছে।