Inhouse product
(হে রাসূল !) আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান (কখনোই সমান নয়)। নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে।(সূরা যুমার-৯)“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” এ কালেমার সাক্ষ্য সকল ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ। প্রথমাংশের অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোন সত্য মা’বুদ নেই, দ্বিতীয়াংশের অর্থ হলো, মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ বাক্যের সারমর্ম হলো, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর আর ইবাদতের পদ্ধতি হতে হবে একমাত্র মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার তরীকা ও পদ্ধতির বাইরে কোন ইবাদত করা হলে তা বিদআত তথা নবউদ্ভাবিত কুসংস্কাররূপে আখ্যায়িত হবে।