Inhouse product
মুমিনের জীবনে চূড়ান্ত পর্যায়ের চাওয়া হচ্ছে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে পরিত্রাণ। কিন্তু কেন? কি কারণে মানুষ জান্নাতের প্রতি এত আগ্রহী এবং জাহান্নাম থেকে ভয় পায়? তা আর কিছু নয় কুরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে আমরা জান্নাত ও জাহান্নামের পরিচয় লাভ করেছি এবং তা কায়মনবাক্যে মেনেও নিয়ে নিয়েছি। আর এই উদ্দেশ্যেই কুরআন ও হাদিসের এমন আলোচনা।
কিন্তু আমরা গাফেল, উদাসীন। দুনিয়ার এই খনিকের চাকচিক্যের মোহে পড়ে আমরা আমাদের আসল জায়গার কথা বেমালুম ভুলে গিয়েছি। আখেরাত অর্জনের পথ থেকে দুনিয়া অর্জনের ফন্দি-ফিকিরে দিন গুজরান করছি। মাত্র ষাট বছরের জিন্দেগীকে সাজানোর ব্যস্ততায় আমরা আখেরাতের বিরাট বিশাল পুঁজিকে হাতছাড়া করছি।
বক্ষমান পুস্তিকা ‘কুরআন সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম’-এ কুরআন ও সুন্নাহ থেকে জান্নাত ও জাহান্নামের কিছু বর্ণনা ও উদাহরণ একত্র করা হয়েছে। উদ্দেশ্য এটাই যে, এটি পাঠ করে আমাদের নিজেদের মধ্যে এবং মুসলমান ভাইদের মধ্যে জান্নাত পাওয়ার জন্য অদম্য আগ্রহ এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আকুলতা সৃষ্টি হয় এবং ফলশ্রæতিতে তার নেক আমল বৃদ্ধি পায় এবং অপরাধ কর্ম থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করে। আল্লাহ তায়ালা এর মাধ্যমে পাঠক লেখকসহ সংশ্লিষ্ট সকলকে হেদায়েত দান করুন, আমিন।