Inhouse product
"জর্জ বার্নার্ড শ এবং একজন ইসলামি চিন্তাবিদ" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
প্রত্যেকটি ধর্ম ও মতাদর্শে এমন কিছু লােক প্রত্যেক যুগেই থাকেন, যাদের অতুলনীয় ব্যক্তিত্ব তাদেরকে মানব ইতিহাসে সকলের থেকে আলাদা ব্যক্তিত্বে পরিণত করে, এমনই এক অতুলনীয় ব্যক্তি মওলানা শাহ আবদুল আলিম সিদ্দিকি (রহিমাহুল্লাহু)। অন্যদিকে প্রখ্যাত ইউরােপীয়ান নাট্যকার ও পণ্ডিত জর্জ বার্নার্ড শ’ একজন অনন্য সাহিত্যিক প্রতিভা, যুক্তিবাদী ও বিদ্বান ব্যক্তি। ১৯৩৫ সালের ১৭ এপ্রিল ব্রিটিশ অধ্যুষিত কেনিয়ার মােম্বাসাতে এই দুই বিরল প্রতিভার ঐতিহাসিক সাক্ষাত ও আলাপচারিতা হয়। বর্তমানের পশ্চিমা ধর্মনিরপেক্ষ পণ্ডিত সমাজে বার্নার্ড শ'য়ের মতাে। অতুলনীয় ব্যক্তিত্বের খোঁজ পাওয়া দুষ্কর, আর কেউই তার মতাে করে বলতে পারেছে না : “শিক্ষিত, সংস্কৃতিবান ও আলােকিত লােকদের। আগামী দিনের ধর্ম হবে ইসলাম। এই বিশ্ব সত্যিকার অর্থে কোনাে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে না। বরং , যে মুষ্টিমেয় লােকজন আজকের বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারা মূলত সমগ্র মানবজাতির মনকে নিয়ন্ত্রণ করার অশুভ কাজে আদাজল খেয়ে নেমেছে। মানবজাতি হয় মােহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে মেনে চলবে, আর না হয় ঈশ্বরবিহীন আধুনিকতাকে অনুসরণ করবে। এর বাহিরে আর কোনাে বিকল্প নেই!