Inhouse product
ইলম অর্জন সে তো এক দীর্ঘ পথ! যেন বিশাল এক সিঁড়ি, যার প্রতিটি ধাপ অনেক অনেক লম্বা। কেউ যদি নিচ থেকে সিঁড়ির উপরের দিকে তাকায়, তাহলে সিঁড়ির শেষপ্রান্ত দেখতে পাবে না। আবার কেউ যদি এক লাফেই একদম চূড়ায় আরোহণ করতে চায়, সে সফল হবে না। বরং সিঁড়ির চূড়ায় উঠতে হলে অতিক্রম করতে হবে এক এক করে প্রতিটি ধাপ। আগাতে হবে এক পা, এক পা করে...
হ্যাঁ, সুদীর্ঘ এই পথে পা পিছলে পড়ে যাওয়ার আশংকা রয়েছে, সম্ভাবনা আছে উৎসাহ হারিয়ে ফেলার। তবুও কন্টকাকীর্ণ এ পথে যতক্ষণ সফর করা যাবে, ততক্ষণই অফুরন্ত নেকি অর্জনের সুযোগ হাতছানি দিয়ে ডাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من خرج في طلب العلم، فهو في سبيل الله حتى يرجع “যে ব্যক্তি দ্বীনী ইলম হাসিল করার জন্য পথ চলে, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে।” [তিরমিযি শরীফ, ২৬৪৭।]
কাজেই ইলমের পথে সফর চলুক মৃত্যু পর্যন্ত, যেন পুরো যিন্দেগীই আল্লাহর রাস্তায় কাটানো যায়। ইলমের আলোয় আলোকিত হোন, আরোহণ করুন ইলমের সিঁড়িতে...