Inhouse product
দুনিয়া ও আখেরাতে আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) নির্দেশিত পথে চলতে গিয়ে মুসলিমরা নানা ধরনের বাঁধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে আলস্য- যার কারণে মুসলমানরা ফরজ ইবাদতগুলো সুষ্ঠুভাবে পালন করতে পারে না। নফল ইবাদত করার ক্ষেত্রেও অনীহা তৈরি হয়। এছাড়া, মুসলমানরা জাগতিক মোহে আক্রান্ত হয়ে নানা ধরনের নিষিদ্ধ কাজে সম্পৃক্ত হয়ে যায়। অপ্রয়োজনীয় কাজে অনেক বেশি সময় ও শক্তি ব্যয় করে। প্রতিবন্ধকতা কতটা সহজ বা কতটা জটিল তা বড়ো কথা নয়। যদি একজন মুসলমান নিজেকে সঠিকভাবে তৈরি করতে না পারে, নিজেকে প্রস্তুত করতে না পারে তাহলে এ সব প্রতিবন্ধকতায় সে পরাজিত হতেই পারে।