Inhouse product
।। সুন্নতের রাজপথ ।। আলহামদুলিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ঈমানের মত মহা দৌলত নসীব করেছেন আর আখেরী নবীর উম্মতের মধ্যে শামিল করেছেন এই জন্য আমরা যত শুকরিয়া আদায় করি তা কম। আখেরী নবীর উম্মত হওয়ার প্রকৃত শুকরিয়া তো এটাই যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও আদর্শের অনুসরণ করতে হবে। কেননা তার আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহ পাকের মাগফিরাত ও ভালবাসা। কিন্তু পরিতাপের বিষয় যে, আমরা সুন্নতকে পরিত্যাগ করে বিজাতীয় কৃষ্টি-কালচারের মধ্যে মুক্তি ও অগ্রগতি খুঁজি। তাই দেখা যায়, মুসলমান নামে মুসলমান রয়েছে , কিন্তু লেবাসে পোশাকে তাকে মুসলমান হিসেবে চেনা মুশকিল। খুব ভাল ভাবে মনে রাখতে হবে, মুসলমান যদি নবীর আদর্শকে মনে প্রাণে আঁকড়ে না ধরে তাহলে তার জন্য লাঞ্ছনা অবধারিত। সে কখনও পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুতরাং প্রতিটি কাজ করার আগে আমাদেরকে তালাশ করতে হবে যে, উক্ত কাজে আল্লাহর হুকুম কি আর রাসূলের তরীকা কি? আর এই সম্পর্কে জানার জন্য বাজারে বিভিন্ন সুন্নতের কিতাব পাওয়া যায়। নির্ভরযোগ্য লেখকের সংকলন হলে তার কোন একটি সংগ্রহ করে তদনুযায়ী আমল করা যায়। কিন্তু পাঠকদের হাতে আমরা যে কিতাবের অনুবাদ তুলে দিতে যাচ্ছি এই কিতাবটির বিশেষ একটি বৈশিষ্ট রয়েছে, যা অন্যান্য কিতাবে নাই। আর তা হল মানুষের দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড আছে বা থাকতে পারে তাতে প্রত্যেকটির সুন্নত তরীকা তুলে ধরা হয়েছে। সাথে সাথে উক্ত সুন্নতের হিকমত ও ফায়েদাও তুলে ধরা হয়েছে। যেটি পড়ার পরে মানুষের মনে সুন্নতের উপর আমল করার একটা জযবা তৈরি হয়ে যায়। তাছাড়া বইটিকে নির্ভরযােগ্য করার জন্য যা কিছু করার দরকার লেখক তার সবটুকু করেছেন। এই জন্য এর নাম রাখা হয়েছে সুন্নতের রাজপথ। আশা করি বইটি আমাদেরকে সুন্নতের উপর চলার জন্য রাজপথের কাজ দেবে। আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সুন্নতের আশেক হওয়ার তাওফীক দান করুন। আমীন!