Inhouse product
জান্নাতী আমল
আল্লাহপাক মানব জাতির জন্য পরকালে দুটি স্থান রেখেছেন। জান্নাত ও জাহান্নাম। যারা দুনিয়াতে নেক আমল করবে তারা জান্নাতে যাবে আর যারা বদ আমল করবে তারা জাহান্নামী হবে। মানুষ যাতে নেক আমল করে জান্নাতী হতে পারে আল্লাহপাক তার জন্য বহু জান্নাতী আমল প্রদান করেছেন। এমনিতে শরীয়তের যে কোন আমল নেক আমল ও জান্নাতী আমল হলেও কুরআন ও হাদীসে বিশেষ বিশেষ কিছু আমলকে সরাসরি জান্নাতী আমল বলা হয়েছে। কুরআনে বেশ কিছু আমলের প্রতিদান ও আমলকারীর পুরস্কার জান্নাত বলা হয়েছে। হাদীসে অনেক সময় কোন সাহাবীর জিজ্ঞাসার জবাবে নবীজী কোন কোন আমলকে জান্নাতী আমল বলেছেন। এ ছাড়া নবীজী নিজ থেকেও অনেক আমলের প্রতিদান জান্নাত' বলে উল্লেখ করেছেন।