Inhouse product
।। এতো শুধু গল্প নয় ।। লেখকের কথা থেকে... আগ্রহ উদ্দীপনাই মানুষকে সামনে অগ্রসর করে। তার সাথে প্রয়োজন কিছু উৎসাহ। যখন থেকে গান লেখা শুরু করি তখন থেকেই ছোটখাট গল্পও লিখতাম। নেশা ও পেশায় সংগীত ছাড়া অন্য কিছু করার ইচ্ছা ছিল না। বন্ধুদের উৎসাহই আমাকে লেখার প্রেরণা যুগিয়েছে। যাই মনে আসে কাগজের পাতায় লিখে ফেলতাম । এক সময় দেখি অনেকগুলো গল্প জমা হয়ে গেছে। মাঝে মাঝে মাসিক পত্রিকাগুলোতেও কিছু গল্প প্রকাশ হতো। এগুলোকে সবার দুয়ারে পৌছে দেয়ার উপযুক্ত করে তোলার ইচ্ছা করলাম। সেই সাত-আট বছর যাবত চেষ্টা করছি বই আকারে বের করার, কিন্তু পেরে উঠছিলাম না। অবশেষে তরুণ লেখক, উপস্থাপক, ইলিয়াস হাসান ভাই এর উৎসাহ ও সহযোগিতা আমাকে এ পর্যন্ত আসার সাহস যুগিয়েছে। এতো শুধু গল্প নয়' বইয়ে আমি নিজের ব্যক্তিগত ঘটে যাওয়া কিছু ঘটনা, কিছু কাল্পনিক এবং নবী-রাসুল ও সাহাবাদের কিছু সত্য ঘটনা এনেছি, তাই এ নামকরণ। যেহেতু গল্পগুলো ছোট বয়সে লেখা তাই নিজের মতো করে শিশু-কিশোরদের গল্পই লিখেছি। জানি না কতোটা সফল হয়েছি। ভালো-মন্দের বিচার পাঠকদের উপরই ছেড়ে দিলাম।